মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী
নরসিংদীতে ছিনতায় কারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে শহরের নাগরিয়াকান্দী বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম এরশাদ মিয়া(২৫)তিনি মাধবদী শান্তির ভাওলা গ্রামের খালেক মিয়ার ছেলে। সাংবাদ পেয়ে দুপুরে ছোটে আসেন স্বজনা এসময় মর্গের সামনে স্বজনদের কান্নায় আকাশ বাতাস বারি হয়ে উঠে। আর ঘটনার সাথে জরিতদের গ্রেফতারের দাবী জানান তারা। নরসিংদী মডেল থানার ওসি তদন্ত সামিউল রহমান জানান রাতে প্রতিদিনের ন্যায় গার্মেন্টসে যাওয়ার পথে সদর থানা নাগরিয়া কান্দী ভালুর মাঠ এলাকায় ছিনতায় কারীর কবলে পরে নিহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তার শরিলে ও মাথায় আঘাতের চিহৃ রয়েছে। ছিনতায় কারীরা তাকে হত্যাকরে তার সাথে থাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ করছে স্বজনরা। সংবাদ পেয়ে এরশাদকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এবিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে ঘটনাটি তদন্ত করা হচ্ছে তনন্তে পর কে বা কারা এ ঘটনার ঘটিয়েছে তাদের গ্রেফতার করা হবে।