ePaper

ট্রাম্পকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

নিজের ও দেশের প্রতি সমর্থনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পর এই কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু লিখেছেন, ‌‌আমার, ইসরায়েল ও ইহুদি জাতির প্রতি আপনার চমৎকার সমর্থনের জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি বলেন,‌‌ ‘‘আমরা আমাদের সাধারণ শত্রুদের পরাজিত, বন্দিদের মুক্ত এবং দ্রুত শান্তির পরিসর বিস্তৃত করতে একসঙ্গে কাজ চালিয়ে যাব।’’

পরে নেতানিয়াহু ট্রাম্পের বক্তব্যটি ট্রুথ সোশ্যাল থেকে শেয়ার করেন। ওই পোস্টে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলাকে ‘‘হাস্যকর ষড়যন্ত্র’’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘‘আমরা একসঙ্গে নরক থেকে ফিরে এসেছি। ইসরায়েলের দীর্ঘদিনের চতুর ও কঠিন শত্রু ইরানের বিরুদ্ধে লড়াই করেছি। বিবির (নেতানিয়াহু) চেয়ে ভালো, তীক্ষ্ণ ও শক্তিশালী কেউ পারতো না। পবিত্র ভূমির প্রতি তার ভালোবাসা অতুলনীয়।’’

তিনি বলেন, ‘‘অন্য কেউ হলে ক্ষতি, অপমান আর বিশৃঙ্খলার মুখে পড়তো! কিন্তু নেতানিয়াহু একজন যোদ্ধা। সম্ভবত ইসরায়েলের ইতিহাসে এমন আর কেউ ছিল না।’’

সূত্র: আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *