ePaper

চকরিয়া মাতামুহুরী নদী থেকে ২ শিশুসহ তিনজনের লাশ উদ্ধার

ফয়সাল আলম সাগর, (কক্সবাজার) চকরিয়া

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে দুই শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার মাতামুহুরীর দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসা পয়েন্ট ও জালিয়াপাড়া পয়েন্ট থেকে এসব লাশ উদ্ধার করা হয়। এর আগে গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় মাতামুহুরী নদীর কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসা পয়েন্টে গোসলে করতে নেমে নিখোঁজ হয় দুই শিশু। পরে তাদের লাশ উদ্ধার করা হয়। এদিকে, বুধবার সকাল সাড়ে ৮টায় মাতামুহুরী নদীর চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড জালিয়াপাড়া পয়েন্ট থেকে নিখোঁজের ১৭ ঘণ্টা পর আবদুল কাইয়ুম বয়স (২৭) নামে যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার মৃত নুর ছোবাহানের ছেলে। জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় পায়ে হেঁটে লক্ষ্যারচর-জালিয়াপাড়া ঘাট এলাকায় মাতামুহুরী নদী পার হচ্ছিল ওই যুবক। এ সময় মাঝ নদীতে এসে পানিতে তলিয়ে যান তিনি। এ সময় স্থানীয় লোকজন জাল ফেলে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালায়। পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বুধবার সকালে ওই এলাকা থেকে আবদুল কাইয়ুম বয়স (২৭) এর লাশ উদ্ধার করে। অপরদিকে, বুধবার সকাল সাড়ে ১১টায় দক্ষিণ কাকারার রাশেদের ছেলে মো. মাসুম (৫) ও তার ফুফাতো বোন প্রবাসী ছাবের আহমদের কন্যা আসমা (৬) গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় দুইজন। পরে স্থানীয় লোকজন তাদের ভাসমান লাশ উদ্ধার করে। চকরিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, দুই শিশুসহ তিনজন মাতামুহুরি নদীতে ডুবে মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *