ePaper

শ্রমিক নিহতের তথ্য চাইলে সাংবাদিকদের সাথে ওসির অসৌজন্যমূলক আচরণ

ইউসুফ আহমেদ তুষার(গাজীপুর) কাশিমপুর

গাজীপুরের কোনাবাড়ীতে গ্রীনল্যান্ড নামে একটি পোশাক কারখানায় শ্রমিক হৃদয় নিহতের ঘটনায় তথ্য জানতে গিয়ে সাংবাদিকরা অপমান ও অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিনের বিরুদ্ধে। জানা গেছে, নিহত হৃদয় (২০) টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার শুকতারবাইদ গ্রামের আবুল কালামের ছেলে। তিনি গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকার সুরাবাড়ীতে ভাড়া বাসায় থাকতেন এবং গ্রীনল্যান্ড গার্মেন্টসের ডাইং সেকশনে ইলেকট্রিক মিস্ত্রী হিসেবে কাজ করতেন। গত শুক্রবার রাত থেকে ২৮ জুন শনিবার বিকেল সাড়ে ৪টার মধ্যে তাকে নির্যাতন করে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। তারা দায়ীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় নিহত হৃদয়ের মা মোছা. খোদেজা খাতুন ছেলের হত্যার বিচার চেয়ে আহাজারি করেন। এদিকে হৃদয় হত্যাকাণ্ডের কিছু ভিডিও ফুটেজ সাংবাদিকদের হাতে আসে, যেখানে দেখা যায়—একটি কক্ষে হৃদয়কে সুস্থ অবস্থায় ঢুকানো হয়, এরপর তার হাত-পা বেঁধে রুমের ভেতরে ও বাইরে তাকে নির্যাতন করা হয়। এক পর্যায়ে হৃদয়ের নিথর দেহ একটি অ্যাম্বুলেন্সে করে কারখানা থেকে বের করে নিয়ে যেতে দেখা যায়। ঘটনার সত্যতা যাচাই ও পুলিশি অবস্থান জানতে চ্যানেল এস-এর গাজীপুর মহানগর প্রতিনিধি সালাহ উদ্দিন আহমেদ এবং দৈনিক যুগান্তরের কাশিমপুর-কোনাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম শনিবার কোনাবাড়ী থানায় ওসি সালাহউদ্দিনের সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন ও অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকদের কোন তথ্য না দিয়েই থানা থেকে বের হয়ে যান।এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং ওসির অপসারণসহ তদন্তের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *