ePaper

বিসিসিআইর কেন্দ্রীয় চুক্তি: কোহলি-রোহিতের এ+ ধরে রাখা, ঈশান-শ্রেয়াসের ফিরে আসা

স্পোর্টস ডেস্ক

বিসিসিআইর কেন্দ্রীয় চুক্তি: কোহলি-রোহিতের এ+ ধরে রাখা, ঈশান-শ্রেয়াসের ফিরে আসা

নতুন দিল্লি: আগামী মৌসুমের জন্য ভারতীয় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। গুঞ্জন উপেক্ষা করে বিরাট কোহলি ও রোহিত শর্মা তাদের এ+ ক্যাটাগরি ধরে রেখেছেন। অন্যদিকে, শাস্তিপ্রাপ্ত ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার চুক্তিতে ফিরে এসেছেন।

এ+ ক্যাটাগরিতে কারা?

বিসিসিআইর ঘোষণা অনুযায়ী, ১ অক্টোবর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কার্যকর এই চুক্তিতে এ+ গ্রেডে রয়েছেন চারজন: বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টি থেকে অবসর ও সীমিত ওভারের ক্রিকেটে কম উপস্থিতি সত্ত্বেও কোহলি ও রোহিতের গ্রেড অপরিবর্তিত থাকায় বোর্ড তাদের প্রতি আস্থাই প্রকাশ করেছে।

শাস্তির পর ফিরলেন যারা

গত বছর বোর্ডের নির্দেশ অমান্য করে ঘরোয়া ক্রিকেটে অনুপস্থিতির জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার। এবার শ্রেয়াস পেয়েছেন ‘বি’ গ্রেড, আর ঈশান জায়গা পেয়েছেন ‘সি’ গ্রেডে। এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রত্যাবর্তন।

উল্লেখযোগ্য পরিবর্তন

  • আপগ্রেড: ঋষভ পান্ত ‘বি’ থেকে ‘এ’ গ্রেডে উন্নীত হয়েছেন।
  • নতুন আগমন: এবারের ৩৪ সদস্যের তালিকায় নয়জন নতুন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তারা হলেন: আকাশ দীপ, সরফরাজ খান, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা, অভিষেক শর্মা, শ্রেয়াস আইয়ার, ঈশান কিষান, ধ্রুব জুরেল এবং নীতীশ কুমার রেড্ডি।
  • বহিষ্কার: রবিচন্দ্রন অশ্বিন (অবসর), শার্দুল ঠাকুর, জীতেশ শর্মা, শ্রীকর ভরত এবং আবেশ খান এবারের চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন।

গ্রেডওয়াইজ তালিকা

  • এ+: বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা।
  • এ: মোহাম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমান গিল, মোহাম্মদ শামি, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া।
  • বি: সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার।
  • সি: রিঙ্কু সিং, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শিবাম দুবে, রবি বিষ্ণুই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পতীদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা, ঈশান কিষান।

এই চুক্তির মাধ্যমে বিসিসিআই ভবিষ্যতের দিকে তাকানো এবং অভিজ্ঞদের মূল্যায়ন—এই দ্বৈত নীতি অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *