ePaper

আলফাডাঙ্গা ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা

রোকসানা পারভিন, (ফরিদপুর) আলফাডাঙ্গা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মিলনের(২৬) বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার ওই তরুণী বাদি হয়ে ছাত্রদলের আহ্বায়ক মিলনসহ একই গ্রামের দুই যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার প্রধান আসামি মিলন আলফাডাঙ্গা পৌরসভার কলেজ রোডের মিঠাপুর গ্রামের বাসিন্দা আরফিন মোল্যার ছেলে। ভূক্তভোগী তরুণীও পৌরসভার বাসিন্দা। মামলার এজাহার থেকে জানা যায়, ভূক্তভোগী ওই তরুণীর সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক রয়েছে। গত ফেব্রুয়ারী মাসের ২৪ তারিখে তাদের বিবাহ দিন ধায্য থাকে। তারা বিবাহ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালে আসামিরা তাদের গতিরোধ করে ফায়ার সার্ভিস স্টেশনের ভিতরে নিয়ে যায়। বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায়। তাদের বিবাহর কাজে বাঁধা প্রদান করে। তাদের দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি করে। এ ঘটনার পর তরুণীর প্রেমিক তাকে বিবাহ করতে অস্বীকার করায়। এ সুযোগে আসামিরা প্রেমিকের কাছ থেকে দুই লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। সে টাকা তরুণীকে দিবে বলে ৪ থেকে ৫ টি ১০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। পরবর্তীতে সে টাকা তরুণীক না দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার দুপুরে ওই তরুণী মিলনের বাড়িতে টাকা আনতে গেলে এসময় মিলন তার বসতঘরের ভিতর নিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা করে। পরে ওই তরুণীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে রক্ষা করে। তৎক্ষণিক মিলনের ভাষ্য, ‘তিনি ষড়যন্ত্রের স্বীকার। রাজনৈতিকভাবে তাকে হেয় করার উদ্দেশ্যে প্রতিপক্ষ তাকে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে’। মামলা রুজু হওয়ার পর কথা বলার জন্য মিলনের সাথে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। আলফাডাঙ্গার বাসিন্দা বিউটি বেগম তার ফেসবুকে লিখেছেন, “এই কুলাঙ্গার ছাত্রদলের সভাপতি মিলন হাজারো মেয়ের সর্বনাশ করেছে ও তার নিজের মেয়েকেও কু-প্রস্তাব দিয়েছিল”। এ জন্য মিলনের সর্বচ্চ শাস্তি দাবি করছে বিউটি বেগম। এ ঘটনায় ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটা একটা সালিশের ঘটনাকে কেন্দ্র এ ঘটনা ঘটেছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের সাথে আলোচনা করে প্রয়োজনে একটি কমিটি করে মিলনের বিষয়ে তদন্ত করা হবে। মিলন যদি দোষী হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ বলেন, ধর্ষণ চেষ্টা অভিযোগে বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *