ePaper

রেলওয়ের ভূমি অবৈধ দখলে বাধা দিল বিএনপির নেতাকর্মী

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার (বন্ধ থাকা) ভরতখালী রেলওয়ে স্টেশনের গুদামঘরের জায়গায় অবৈধ দখলদারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনগণের সাথে এক হয়ে বাধা দিয়েছে ভরতখালী ইউনিয়ন বিএনপির নেতারা। স্থানীয় বিএনপি নেতারা জানান, কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে রেলওয়ের জমি দখলের চেষ্টা করছে। বিএনপির ইউনিয়ন কমিটির পক্ষ থেকে দখল প্রক্রিয়া বন্ধের আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা মানিক মিয়া, মোনারুল ইসলাম, সুজন আল মোজাদ্দেদ, সোহেল রানা প্রমুখ। স্টেশন রেলওয়ের সম্পদ রক্ষায় সরকারি তিনজন কর্মচারী নিযুক্ত থাকলেও তারা দখলদারদের দাপটে অসহায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী মুঠোফোনে জানান, আমরা রাতে ডিউটি করি তাদের নাম বললে আমাদের সমস্যা হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জনৈক সাধীন, সাদাত, সাগর, সেতু, সোহেল প্রমুখ নামে কয়েকজন ব্যক্তির সংশ্লিষ্টতায় ভরতখালী রেলওয়ে স্টেশনের পেছনে অবৈধভাবে ঘর তুলে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠেছে, অর্থের লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন হতে জায়গা পাইয়ে দেওয়ার কাজ করছে একটি চক্র। এতে রেলওয়ের সম্পত্তি হুমকির মুখে পড়েছে। এদিকে, বিষয়টি জানার পর রেলওয়ের এক ভূমি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে রেলওয়ের মূল্যবান সম্পদ রক্ষা পায় এবং দখলদাররা দৃষ্টান্তমূলক শাস্তি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *