ePaper

গাইবান্ধায় বিএনপির অফিস ভাংচুরের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি।

গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা,অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার রাতে মাসুদ রানাকে রেলগেট ও তানভীর আহমেদ কে হাসপাতাল রোডের বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই আ.লীগ নেতা হলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের (বহিষ্কৃত) উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা (৫০)। তিনি সদর উপজেলার বল্লমঝাড় মাঠেরপাড় এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে ও নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি খন্দকার তানভীর আহমেদ (২৮)। তিনি শহরের সদর হাসপাতাল রোডের খোকা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম তালুকদার বলেন, জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *