ePaper

কলাপাড়ায় স্বাস্থ্য প্রশাসকের অপসারণের দাবিতে মানববন্ধন

সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. জে এইচ খান লেলিনের অপসারণের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে হাসপাতাল কমপ্লেক্সের সামনের সড়কে ছাত্র জনতার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, ছাত্রনেতা মাহবুবুল আলম নাইম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এইচ এম মোস্তাফিজুর রহমান রাফিসহ ভুক্তভোগীরা বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসপাতালটিকে ব্যক্তিগত ব্যবসাকেন্দ্রে পরিণত করেছেন ডা. লেলিন। তার ভুল চিকিৎসায় একাধিক রোগী ক্ষতিগ্রস্ত হয়েছেন। মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য একাধিকবার যোগাযোগ করলেও ডা. লেলিনের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *