ePaper

খানসামায় রঙ্গিন ফুলকপি চাষে রঙ্গিন  স্বপ্ন রফিকুলের

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:  দুর থেকে দেখলে মনের হয় কোন বিষেশ এক ধরনের ফুল। কিন্তু ফুল নয়, বাস্তবে সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে রঙ্গিন ফুলকপি। উচ্চমান পুষ্টি সমৃদ্ধ নিরাপদ সবজি হিসেবে রঙিন ফুলকপি পরিচিত। ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদসহ জৈব বালাইনাশক বায়ো চমক ব্যবহার করা হয়েছে রঙিন ফুলকপি চাষে। দৃষ্টিনন্দন রঙিন ফুলকপি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি বাজারে ক্রেতার চাহিদাও বেশি। অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি হিসেবে নজর কাড়ছে কৃষি বিভাগ, চাষিসহ ভোক্তাদের। কৃষি বিপ্লবে সাড়া ফেলছে ‘রঙিন ফুলকপি’। দিনাজপুরের  খানসামা উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিভিন্ন রঙের এই ফুলকপি।সরেজমিনে গিয়ে দেখা যায়, খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের রফিকুল ইসলামের ক্ষেতে সকলের নজরে পড়ছে সবুজ পাতায় মোড়ানো ফুলকপি। কিন্তু কাছে গিয়ে দেখলেই নজরে আসবে সবুজ পাতার মধ্যে সোনালী, বেগুনি, কমলা,মিশ্র কালার ফুলকপি। যেটি ইতিমধ্যেই উপজেলায় ব্যাপক আলোচিত হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে এই  রঙিন ফুলকপি চাষ করে সফলতা পেয়েছেন কৃষক রফিকুল ইসলাম আগামীতে ফসলি জমি বৃদ্ধি করে আরো লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *