করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাংকের অর্থায়নের প্রকল্পের আওতায় মাস্ক সরবরাহকারী সিম করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ওই প্রকল্পের অধীনে স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী সরবরাহের কথা থাকলেও নিম্নমানের এন৯৫ মাস্ক কিনেছিল সিম করপোরেশন। এমনকি এখনও কোনো মাস্ক সরবরাহ না করেই অর্থ তুলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকার ১ নম্বর সড়কে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালানো হচ্ছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, একটি প্রজেক্টে এন৯৫ মাস্ক সরবরাহের কথা থাকলেও প্রতিষ্ঠানটি নকল মাস্ক ক্রয় করেছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।