নিজস্ব প্রতিবেদক
নবীগঞ্জ উপজেলায় সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী সফর মিয়া (৩২) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে র্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে উপজেলার আউশকান্দি পয়েন্ট থেকে সফর মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সফর মিয়া নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে এক নারীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে সফর মিয়াকে প্রধান আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা (নং-০৫) দায়ের করা হয়। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৯টার দিকে আউশকান্দি পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৯ ও নবীগঞ্জ থানা পুলিশ সফর মিয়াকে গ্রেফতার করে। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।