ePaper

অফিস আছে অফিসার নাই

 হামিদুল্লাহ সরকার

 নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নে অফিস আছে অফিসার নাই। নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বলরাম এর অফিসে নিয়মিত না আসার অভিযোগ পেয়ে গত ২৩ শে নভেম্বর সরজমিনে গেলে দেখা যায় ঐ সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা ধর্মপাল ইউনিয়ন ভূমি অফিসে নাই। অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে কিন্তু অফিসের গেটে দুটি বড় বড় তালা ঝুলছে। একজনের কাছে জানা যায় তিনি দুইটি ইউনিয়নের ভূমি অফিসের দায়িত্বে রয়েছেন। একটি হল ধর্মপাল ইউনিয়ন ভূমি অফিস অপর একটি হলো শিমুলবাড়ি ইউনিয়ন ভূমি অফিস। পরে শিমুলবাড়ি ইউনিয়ন ভুমি অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি পরে ১২:৫৪ মিনিটে ধর্মপাল ইউনিয়ন অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার জন্য অপেক্ষা করছেন অনেক লোক তন্মধ্যে রুস্তম আলী ও আজিজার রহমান তারা জানান আমরা একজন দশটা থেকে আর একজন ১১ টা থেকে অপেক্ষা করছি। কিন্তু অফিসার ও অফিসের অন্যান্য কোন লোক নাই। এ বিষয়ে জলঢাকা উপজেলা ভূমি কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি জানান লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব। এলাকাবাসী জানান তহশিলদারের এমন অনিয়মিত আসার কারণে   লোকদের হয়রানি হতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *