ePaper

সিরাজগঞ্জে জলাতঙ্ক রোগীর  সংখ্যা বেড়েই চলেছে

সিরাজগঞ্জ  প্রতিনিধি

বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ, নিধন ও টিকাদান কার্যক্রম বন্ধ থাকায় সিরাজগঞ্জ শহরসহ জেলার সকল উপজেলায় কুকুরের উপদ্রব ভয়াবহভাবে বেড়ে গেছে। আর এরই সাথে বাড়ছে জলাতঙ্ক রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। জানা যায়, প্রায় প্রতিদিনই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভিড় জমাচ্ছেন রোগীরা। অথচ জেলার একমাত্র ভরসা সিরাজগঞ্জ জেলা সদর হাসপাতালেই পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ নেই। খোলা বাজারেও সবসময় ভ্যাকসিন পাওয়া যায় না। ফলে অনেকেই সময়মতো ভ্যাকসিন নিতে না পেরে জীবন সংকটে পড়ছেন। আক্রান্তদের অভিযোগ হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বাজার থেকে ভ্যাকসিন কিনতে হচ্ছে তাদের। হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান, প্রত্যন্ত এলাকা থেকে অনেকেই সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারেন না। আবার অনেকে অর্থের অভাবে বেশি দামে ভ্যাকসিন কিনতেও সক্ষম নন। এ বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী কুকুর নিধন বন্ধ রয়েছে। যে কারণে কুকুরের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। সিরাজগঞ্জ সদর হাসপাতাল পরিচালক ডা. আকিকুন নাহার বলেন, জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সংকট নেই। প্রতি মাসে বরাদ্দ পেতে উর্ধতন কর্তৃপক্ষকে চাহিদার জন্য অবহিত করি। সেই মোতাবেক আমাদের এখানে ভ্যাকসিন পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *