ePaper

ভোলার কাচিয়ায় শ্রমিক পার্টির কর্মী সমাবেশে সংগঠিত হওয়ার আহ্বান

মোহাম্মদ আলী, ভোলা

ভোলার কাচিয়ায় বাংলাদেশ শ্রমিক পার্টির (বিজেপি) উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৪.০০ টায় সময় কাচিয়া ইউনিয়নের স্থানীয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা শ্রমিক পার্টির সভাপতি মো. রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। সমাবেশে বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের উন্নয়ন টেকসই হবে না। বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। সভায় জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন বলেন, “আমার নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আমাকে দলীয় নমিনেশন দিতে চেয়েছিলেন, কিন্তু আমি তা গ্রহণ করিনি। আমি মাঠের ত্যাগী কর্মীদের সঙ্গে থেকে শ্রমিকের অধিকার ও জনগণের কল্যাণে কাজ করতে চাই। তিনি আরও বলেন, “চকেট নেতার মার্কার প্রতি আমার ভালোবাসা ও আকর্ষণ এতটাই গভীর যে আমি হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে গরুর গাড়ি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিয়েছি। গরুর গাড়ি হবে আমাদের নির্বাচনী প্রচারণার প্রতীকÑযার মাধ্যমে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা যাবে। বক্তারা বলেন, শ্রমিক পার্টি সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের অধিকার আদায়ে সংগঠিতভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। সমাবেশে ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শ্রমিকদের দাবি-দাওয়া বাস্তবায়ন ও আন্দোলনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *