ePaper

দীর্ঘ ছুটিতে সরগরম নোয়াখালীর রাজনীতির মাঠ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী

পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটিতে সরগরম হয়ে উঠে নোয়াখালীর রাজনীতির মাঠ। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের সংসদ সদস্য প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন পাড়া মহল্লায়। বসে নেই সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউপি চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। তারাও সংসদ সদস্যদের সাথে তাল মিলিয়ে পাড়া মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন। সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন। খোঁজ খবর নিচ্ছেন। বিগত দিনে ৬ মাসে ৯ মাসেও যাদের রাজপথে বা এলাকায় দেখা যায়নি, তারাও কর্মী সমর্থকদের নিয়ে মাঠে নেমেছেন। বিশেষ করে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এনসিপির প্রার্থীরা মাঠে রয়েছেন। বৃহস্পতিবার শেষ হওয়া দূর্গাপূজা শেষ হলেও অধিকাংশ ভিআইপি নেতা নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করছেন। নোয়াখালী-১(চাটখিল-সোনাইমুড়ী) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার ওমর ফারুক, মামুনুর রশিদ মামুন, জাময়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. সাইফুল্লাহ, গোলাম মর্তুজা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এনসিপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মাঠে রয়েছেন। নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জয়নুল আবদীন ফারুক, কাজী মফিজুর রহমান, আবদুল মান্নান, জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমেদ, ইসলামি আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসের প্রার্থীসহ একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বরকত উল্যাহ বুলু, জামায়াতের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এনসিপির প্রার্থীরা মাঠে রয়েছেন। নোয়াখালী-৪(সদর-সুবর্নচর) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মো. শাহ জাহান, এবিএম জাকারিয়া, জামায়াতের প্রার্থী ইসহাক খন্দকার বিএসসি, খেলাফত মসলিম, এনসিপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মাঠে রয়েছেন। নোয়াখালী-৫(কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে হাসনা মওদুল, ফখরুল ইসলাম, বজলুল করিম চৌধুরী আবেদ, জামায়াতের অধ্যক্ষ বেলায়েত হোসেন, খেলাফত মজলিস, এনসিপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মাঠে রয়েছেন। নোয়াখালী-৬(হাতিয়া) আসনে বিএনপি থেকে প্রকৌশলী ফজলুল আজিম, এনসিপির আবদুল হান্নান মাসউদ, জামায়াতের এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। তবে এর মধ্যে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের গণসংযোগ, সভা, সমাবেশ, মিছিল, পথসভা চোখে পড়ার মতো। এই দুই দলের অধিকাংশ প্রার্থীই দূর্গাপুজায় ব্যস্ত সময় পার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *