শেখ ইলিয়াস মিথুন, মাগুরা
মাগুরায় ভূমিদস্যু বিপ্লবের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভায়না চোপদারপাড়া এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে শহরের গোরস্থান রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হাজী নওয়াবুল ইসলাম, শাওন চোপদার ও হাসিনা বেগম সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে স্থানীয় কিছু দুষ্কৃতীর সহযোগিতায় ভূমিদস্যু বিপ্লব এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। ভুয়া জমির কাগজপত্র তৈরি করে তিনি চোপদারপাড়ার বহু মানুষের জমি দখল করে নিয়েছেন। ভুক্তভোগী হাজী নওয়াবুল ইসলাম বলেন, “ভূমিদস্যু বিপ্লব ভুয়া কাগজপত্র তৈরি করে আমার ২৭ শতক জমি দখল করেছে। এ বিষয়ে মামলা আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন সময় আমাকে হুমকি দিচ্ছে। এমনকি দুই দিন আগে রাতে আমার বাড়িতে ইট মেরে হামলাও চালায়। পরিবার নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে তার সঠিক বিচার চাই। আরেক ভুক্তভোগী হাসিনা বেগম অভিযোগ করে বলেন, বিপ্লব আমার বড় ভাসুরের ছেলে। সে জোর করে আমার কাছ থেকে দুই শতক জমি লিখে নিয়েছে। এলাকাবাসীর উপর ও করছে নানা ধরনের অত্যাচার ও নির্যাতন। আমি এ ভূমিদস্যু বিপ্লবের দৃষ্টান্তমূলক বিচার চাই। এলাকাবাসী জানান, বিপ্লবের দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বহু পরিবার ভয়-আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও ভূমিদস্যুর বিচার দাবি করেছেন।
