ইয়াকুব নবী ইমন, নোয়াখালী
বিএনপির দু:সময়ের রাজপথের পরীক্ষিত নতা মো. শাহ জালাল নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ১নং জয়াগ ইউনিয়ন বিএনপির আহবায়ক প্রাথী। বিগত দিনে দলের জন্য তাঁর অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। তিনি আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের সাবেক ছাত্র নেতা রাজ পথের লড়াকু সৈনিক, সোনাইমুড়ী কলেজ ছাত্রদলের সাবেক সাহিত্য সম্পাদক, বেগমগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সহ-যোগাযোগ সম্পাদক, ৪নং মাহুতলা ওয়ার্ড বিএনপির দুই বারের সাধারণ সম্পাদক, থানার হাট শহীদ জিয়া সৃতি সংসদের উপদেষ্টা, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য, ১নং জয়াগইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনী কেন্দ্রের আহবায়ক হিসেবে দায়ীত্ব পালন করেন। তিনি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে অনেক মামলা হামলার শিকার হয়েছেন। ২০০৯ সালে সৈরাচারী হাছিনা সরকারের লুটপাট ও দূর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে ও বিএনপিকে সংগঠিত করতে গিয়ে জেল জুলুম ও মামলা হামলার শিকার হন। ২০১৬ সালে পোরকরার থ্রিপল মার্ডার মামলা, ১৮ সালে স্পেশাল ট্রাইবুনালের মামলা, সোনাইমুড়ীতে আল-বারাকা বাস কাউন্টার ভাংচুর মামলা, আমকিতে আওয়ামীলীগের নির্বাচনী অফিস পোড়ানো মামলাসহ অনেক মামলা হামলার শিকার হন। একই সালে ব্যরিস্টার মাহাবুব উদ্দিন খোকনের নির্বাচনী মাইক কেড়ে নেয়াকে কেন্দ্র করে জয়াগ বাজারে ব্যারিস্টার খোকনের উপস্থিতিতে আওয়ামীলীগ-বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হন ত্যাগী নেতা মো. শাহ জালাল। সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তিনি অনেক হয়রানির শিকার হন এবং তার ব্যবসা বাণিজ্যের অনেক ক্ষতি করে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। এরপরও তিনি দল ছাড়ে যাননি। যা দলের উপর মহলের নেতারা জানেন। ২০২৩ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেন মো. শাহ জালাল এবং নির্বাচন করেন দলকে সুসংগঠিত রাখার জন্য। তিনি স্কুল মাদ্রাসা সহ বিভিন্ন সামাজিক কাজে অংশ গ্রহণ করেন। থানার হাট আয়েশা ছিদ্দিকা রাঃ মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি, থানার হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার পৃষ্ঠপোষক মো. শাহ জালাল। স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, আমরা চাই এই ত্যাগী নেতাকে ১নং জয়াগ ইউনিয়ন বিএনপির আহবায়ক ঘোষনা করা হোক। এতে দল আরো সুসংগঠিত হবে। বিএনপির ত্যাগী নেতা মো. শাহ জালাল জানান, আমি দলের জন্য অনেক কষ্ট করেছি। আজীবন দলকে সময় দিয়েছি। আমাকে আহবায়ক করা হলে দলের জন্য আজীবণ কাজ করে যাবে। এ জন্য তিনি দলের নেতাকর্মীসহ সকলের দোয়া ও সহযোগিতার কামনা করেন।
