ঠাকুরগাঁও প্রতিনিধি
সর্ব উত্তরের ঠাকুরগাঁও এর সকল ধর্মাবলম্বীদের মত ওঁড়াও সম্প্রদায়ের কারাম পূজা পালন করা হয়। কালাম পূজার মধ্য দিয়ে শুরু এই উৎসবটি। এই উৎসবটি ওঁরাও সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব। এই উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলেন ঠাকুরগাঁয়ে সুশীল সমাজের কিছু গণ্যমান্য মানুষ, তাদের মধ্যে অন্যতম হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, এ্যাডভোকেট ইমরান, সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাওলা চৌধুরী, আরও ইউনিয়ন সদস্য গুলো উপস্থিত ছিলেন। কারাম পূজা সম্পর্কে ওঁরাও ওরা সম্প্রদায়ের বয়স্ক পূজারী বলেন আমরা কারামপূজার মাধ্যম দিয়েই, বিপদ থেকে মুক্তি, সুখ-শান্তি, সমৃদ্ধি এবং ভালো ফসলের প্রত্যাশা করা হয়। উৎসবের সময় আমরা প্রতি বছর বাংলা ভাদ্র মাসের শেষ দিন ও আশ্বিনের শুরুতে এই উৎসব অনুষ্ঠিত হয়। পূজার উপকরণ, কারাম (খিল কদম) নামের একটি গাছকে ওঁরাওরা পবিত্র এবং মঙ্গলের প্রতীক মনে করে। এই গাছের ডাল কেটে এনে পূজামণ্ডপে স্থাপন করে পূজা করা হয়। আচার-অনুষ্ঠান পূজার দিন ওঁরাও সম্প্রদায়ের নারী-পুরুষ উপবাস থেকে পূজা-অর্চনা করেন। এরপর সারারাত ধরে চলে নাচ, গান, ঢাক-ঢোলের বাদ্য এবং গল্প বলার আয়োজন। রঙিন পোশাকে সজ্জিত হয়ে সবাই এই উৎসবে মেতে ওঠেন। ঐতিহ্য, এই উৎসব শুধু ওঁরাও সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং হিন্দু, মুসলিম, সহ অন্যান্য সম্প্রদায়ের মানুষও এতে অংশগ্রহণ করেন, যা ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের এক চমৎকার উদাহরণ। ঠাকুরগাঁওয়ে ওঁরাও সম্প্রদায়ের কারাম পূজা মূলত সদর উপজেলার সালন্দর ইউনিয়নের পাঁচ পীরডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হয়। বিভিন্ন উৎসবে পাওয়া তথ্য অনুযায়ী, এই উৎসবটি পাঁচপীরডাঙ্গা ছাড়াও জামুরীপাড়া এবং তেলিপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামেও পালিত হয়ে থাকে।
