ePaper

ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি

৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল ১১টা থেকে ঠাকুরগাঁও পৌর শহরের বিসিক ৩ রাস্তার মোড়ে এ কর্মসূচি শুরু হয়। দীর্ঘ আড়াই ঘণ্টা সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে প্রায় ৩ কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল ক্ষেত্রকে এককভাবে দখল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা তিন দফা দাবি উত্থাপন করেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। তারা জানান, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা আন্দোলনে নেমেছেন। শিক্ষার্থীরা বলেন, আমাদের ন্যায্য ৬ দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে

১. ডিপ্লোমা প্রকৌশলীদের নিরাপত্তা নিশ্চিত করা।

২. কারিগরি শিক্ষাব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।

৩. প্রকৌশল কর্মক্ষেত্রে বৈষম্য বন্ধ করা।

৪. বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাহার।

৫. ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির ক্ষেত্রে সমঅধিকার নিশ্চিত।

৬. কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

অবরোধ চলাকালীন পুলিশ প্রশাসন ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা তাদের আহ্বান প্রত্যাখ্যান করে আড়াই ঘন্টা সড়ক অবরোধ রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *