এম.এ আজিজ (রুহিয়া) ঠাকুরগাঁও
১৪ নং রাজাগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের (বিএনপি) যুবদলের সভাপতি রুস্তম আলী আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন। জানা গেছে গত ১২ই সেপ্টেম্বর রাত অনুমানিক ১১:০০ ঘটিকার সময় তিনপুল এলাকায় হেলাল (ফেকু) এর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করেন বিএনপি যুবদল নেতা রুস্তম-কে। ইজ্জতের মূল্য ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা দিয়ে গণ্যমান্য ব্যক্তিগণ বিষয়টি ধামাচাপা দেন। এই বিষয়ে রুস্তম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিয়টি এড়িয়ে যান।
