রোকসানা পারভিন (ফরিদপুর) আলফাডাঙ্গা, গুণী শিক্ষক বাছাই ২০২৫ এর বিভাগীয় পর্যায়ে প্রতিযোগীতায় ফরিদপুর জেলা পর্যায়ে গুণী শিক্ষক হয়েছেন আলফাডাঙ্গার শামিমা নাছরিন। গতকাল সোমবার সকালে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দীনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শামিমা নাছরিন আলফাডাঙ্গা উপজেলার ১০ নং নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার আলফাডাঙ্গা উপজেলা থেকে যাচাই-বাছাই করে শামিমা নাছরিনকে উপজেলার শ্রেষ্ট গুণী সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। জেলা পর্যায়ে শ্রেষ্ট গুণী শিক্ষক নির্বাচিত হয়ে শামিমা নাছরিন জানান, আমি আসলে শিশুদের আনন্দে কাজ করে যাই, গুণী কিনা জানিনা, তবে আপ্রাণ চেষ্টা করি শিশুরা মানুষের মতো মানুষ হোক। জেলা পর্যায়ে শ্রেষ্ট গুণী সহকারী শিক্ষক হতে পেরে অনেক ভালো লাগছে। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট হওয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন শামিমা নাছরিন।
ফরিদপুরের গুণী শিক্ষক হয়েছেন আলফাডাঙ্গার শামিমা নাছরিন
