ফয়সাল আলম সাগর, কক্সবাজার
কক্সবাজার শহরের ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকায় স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও স্বামীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় হত্যাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। নিহতের নাম রঞ্জন চাকমা (৩৫)। আটককৃত ঘাতকের নাম বিরেল চাকমা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি থেকে আনারস বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে আসেন রঞ্জন চাকমা ও তার স্ত্রী। পরিচয়ের সুবাদে তারা বিরেল চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। ওই রাতে সবাই একসাথে মদ্যপান করার একপর্যায়ে বিরেল চাকমা পাশের কক্ষে গিয়ে রঞ্জনের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় স্ত্রী স্বামীকে বিষয়টি জানালে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে বিরেল চাকমা ছুরি দিয়ে রঞ্জনকে জবাই করে হত্যা করে। খুনের পর পালানোর সময় বিরেলের হাতে রক্ত দেখে স্থানীয়রা সন্দেহ করে তাকে আটক করে। পরে বাড়িতে গিয়ে রঞ্জনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়, পাশে কান্নায় ভেঙে পড়েন অর্ধনগ্ন অবস্থায় থাকা স্ত্রী। স্থানীয়রা জানান, আটককৃত বিরেল চাকমা হত্যার বিষয়টি স্বীকার করেছে। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং ঘাতককে গ্রেফতার করে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়। সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, “মরদেহ মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতার ঘাতক বর্তমানে থানায় রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে মদ্যপ অবস্থায় ছিল। ভিকটিমের স্ত্রীর শরীরে ধর্ষণের আলামত থাকায় তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
