সুনামগঞ্জ প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী নিখোঁজ হয়েছেন। গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নিখোঁজ হন তিনি। তার পরিবার থানায় সাধারণ ডায়েরি করলেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এখনো তার সন্ধান পায়নি। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পরিবারের লোকজন। পুলিশ ও পরিবারের লোকজন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাজীনগরস্থ নিজ বাসভবন থেকে সুনামগঞ্জ শহরের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। সন্ধান না পেয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় সাধারণ ডায়েরি করেছেন তার পরিবার। গত দুই দশক ধরে মাঠে জমিয়তে উলামায়ে ইসলামের একজন সংগঠক হিসেবে কাজ করছেন মোস্তাক আহমদ। সম্প্রতি সুনামগঞ্জ-৩ আসনে দলীয় মনোনয়নের জন্য চেষ্টা করছিলেন তিনি। নিখোঁজ হওয়ার দিনও তিনি দলীয় কর্মসূচি পালন করেছেন। হঠাৎ নিখোঁজ হওয়ায় পরিবারের উদ্বেগের সঙ্গে সাধারণ মানুষও তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আহাদ জানান, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজের ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা তাকে নানাভাবে খুঁজছি। তবে এখনো কোনো সন্ধান পাইনি।
