নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামে একটি হাঁসের খামারে হামলা চালিয়ে প্রায় ৮০০ হাঁস লুটের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় খামারি আজমল হকের হাঁসের খামারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতে ক্ষতিগ্রস্ত খামারি বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় খামারের মালিক আজমল হকসহ গ্রামবাসী এলাহী বক্স নামের স্থানীয় এক ব্যক্তির জানাজায় অংশ নেয়। সেই সুযোগে পার্শ্ববর্তী খোলাবাড়িয়া গ্রামের শায়বারের নেতৃত্বে সাত থেকে আটজন ব্যক্তি খামারে ঢুকে খামারের কর্মী বাবু ও শফিককে মারধর করে আটকে রাখে। এরপর খামার থেকে প্রায় ৮০০ হাঁস জোরপূর্বক লুট করে নিয়ে যান তারা। খামারের কর্মী বাবু বলেন, হঠাৎ কয়েকজন লোক খামারে প্রবেশ করে হাঁস বের করতে থাকে। আমি বাঁধা দিলে আমাকে পানির ভেতর চেপে ধরে। প্রাণে বাঁচলেও আতঙ্কিত হয়ে পড়েছি। অপর কর্মী শফি বলেন, আমি নিজের চোখে শায়বারকে হাঁস তাড়াতে দেখেছি। পুলিশ এলেও সে স্বীকার করে হাঁস নিয়েছে, কিন্তু ফেরত দিতে অস্বীকার করে। এ বিষয়ে খামারের মালিক আজমল হক বলেন, প্রতিদিন আমার খামারের ৮০০ টি হাঁস প্রায় পাঁচশ ডিম দিত। হাঁসগুলো নিয়ে যাওয়ায় আমি চরম ক্ষতির মুখে পড়েছি। তবে হাঁস লুটের অভিযোগ অস্বীকার করে শায়বার বলেন, আমি কারো হাঁস নিযে আসিনি। ওই ফার্মে আমার ছেলেরা গিয়েছিল শুধু। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, এঘটনায় থানায় ভুক্তভোগী ওই খামারি মামলা করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
