নিজস্ব প্রতিবেদক
কমরেড আমরুল প্রামাণিক টনিক’কে সমাজতান্ত্রিক মজদুর পার্টি থেকে শৃঙ্খলা ভঙ্গ করার জন্য সংগঠনের সকল প্রকারের সদস্য পদ হতে স্থগিত ঘোষণা করা হলো। এতদ্বারা সমাজতান্ত্রিক মজদুর পার্টি সকল কর্মী ও কেন্দ্রীয় কমিটি সদস্য এবং শুভানুধ্যায়ীদের জানানো যাচ্ছে যে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার কারণে কেন্দ্রীয় সদস্যপদ ও ঢাকা মহানগর কমিটি আহ্বায়ক পদ এবং সাধারণ সদস্যপদ স্থগিত ঘোষণা করা হলো। এখন থেকে কমরেড আমরুল হক প্রামাণিক টনিকের সাথে নিজ দায়িত্বে যোগাযোগ রাখবেন, সাংগঠনিক ভাবে যোগাযোগ রাখতে পারবেন না। কমরেড ইলতুত মণ্ডল’কে ঢাকা মহানগর কমিটি যুগ্ম আহ্বায়ক থেকে আগামী ছয় মাসের জন্য আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হলো।
