ePaper

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

ব্যুরো চিফ, ফরিদপুর

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল দশটায় সরকারি রাজেন্দ্র কলেজের সকল বিভাগের উদ্যোগে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আলমগীর কবীর এর সভাপতিত্বে শহরের বায়তুল আমান সরকারি রাজেন্দ্র কলেজে(অনার্স শাখায়) অনার্স ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর এস.এম আবদুল হালিম, বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ফজলুল করিম এ সময় নবীন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা নবীন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন শিক্ষাজীবন একটি গুরুত্বপূর্ণ সময়। এখানে তোমরা জ্ঞান অর্জন করবে, দক্ষতা বৃদ্ধি করবে এবং নতুন বন্ধু তৈরি করবে। তোমাদের সবার মধ্যে সুপ্ত প্রতিভা রয়েছে, যা এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশে বিকশিত হবে। সবসময় বড়দের সম্মান করবে এবং শিক্ষকদের দিকনির্দেশনা মেনে চলবে। সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে। সবসময় সত্য ও সুন্দরের পথে চলবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে। তোমরা এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখবে এবং নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করবে। এই শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি স্থাপন করবে। তাই, এখানে অধ্যয়নকালে তোমরা নিজেদের যোগ্য করে গড়ে তোলো। উল্লেখ্য অনুষ্ঠানের শুরুতেই নবীন ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *