ePaper

পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বেলুন উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে এ বছর এই কর্মসূচি দেশব্যাপী পালিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রা শেষে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, দিনাজপুর বন বিভাগীয় কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার প্রমুখ। বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে আমাদের বিপুল গাছ লাগাতে হবে। সেই সাথে পরিবেশের জন্য হুমকি সৃষ্টিকারী ইউক্যালিপ্টাস এবং আকাশমণি গাছ নিধন করার উদ্যোগ নিতে হবে। সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *