ePaper

গাজীপুর শ্রীপুরের পৌরসভায় রাস্তা কেটে জনদুর্ভোগের সৃষ্টি

Oplus_131072

আবদুল কাদির(গাজীপুর) গাজীপুর

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রীপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন সালাম কমিশনারের বাড়ির সামনে থেকে খন্দকার বাড়ির মোড় পর্যন্ত শ্রীপুর পৌর রোড কাটিং অনুমোদনবিহীন রাস্তার মধ্যস্থল খনন করে পানি নিষ্কাশনের পাইপ বসিয়েছেন হাজী বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ আলী হাজী বিল্লালের বাতিজা মজনু এলাকাবাসী জানান এলাকায় চলাচলে দীর্ঘ দুই বছর ধরে যাতায়াতে চলছে জনদুর্ভোগ রাস্তাটি খনন করার নেই কোন অনুমোদন শ্রীপুর পৌর সহকারি ইঞ্জিনিয়ার হারুন অর রশিদের রয়েছে আতাআত বাণিজ্য তাকে ফোন করলে বলেন বিষয়টি আমি দেখছি এরপরে আর কোন খোঁজ খবর নেই শ্রীপুর পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ বলেন বিষয়টি আমার জানা নেই আপনি একটু সহকারি ইঞ্জিনিয়ার হারুন অর রশিদকে অবগত করেন রোড কাটিন বিহীন রাস্তা কাটায় এলাকায় বিরাজ করছে জনদুর্ভোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *