ePaper

শত্রুতার জেরে গেটের পাশে লাগানো হচ্ছে কলাগাছ, দেওয়া হচ্ছে খড়ের পালা ও ফেলা হচ্ছে গরুর মল-মূত্র

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে মছলন্দপুর পশ্চিম পাড়া পূর্ব শত্রুতার জেরে একটি বাড়ির গেটের পাশে লাগানো কলাগাছ, খড়ের পালা  ও গর্ত করে টিউবয়েল এবং গরুর গোবর ও মূত্র ফেলে প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে। মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর পশ্চিম পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে ও সরেজমিন পরিদর্শনে দেখা ও জানা যায়, বর্তমান সরকারের আমলে কামারখালী ইউনিয়নের মছলন্দপুর পশ্চিম পাড়া  নজরুল ইসলাম শেখের সাথে দীর্ঘদিন ধরে বাড়ীর মালিক আসাদুজ্জামান বিশ্বাস পান্না এর টিনের চালের সংক্রান্ত বিরোধ চলে আসছে। শুধুমাত্র বৃস্টি হলে চালের টিন দিয়ে নজরুলের সীমানায় পানি পড়ে এই হলো সমস্যা। সম্প্রতি এই বিরোধকে কেন্দ্র করে পান্না এর বাড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে মৃত হোসেন শেখ এর ছেলে নজরুল ইসলাম, আসাদুজ্জামান বিশ্বাস পান্না এর বাড়ির গেটের সামনে থেকে কলাগাছ লাগানো খড়ের পালা দেওয়া ও গর্ত করে টিউবয়েল এর পানি এবং গরুর গোবর ও মূত্র গরুর গোয়াল ঘর থেকে মলমূত্র আসার সংযোগ করে দিয়েছেন। এছাড়া তাদের বাড়ির দেওয়ালের পাশেও গোবর ফেলেন। এর বিষয়ে পান্না নজরুলের নিকট জিজ্ঞাসা করলে নজরুল অকথ্য ভাষায় বকাবকি করে। এর ফলে পান্না বিশ্বাস, বিবাদী নজরুল ইসলাম এর নিকট জিম্বি হয়ে আছে। তাছাড়া গোবরের দুর্গন্ধে দরজা-জানালা বন্ধ রাখতে বাধ্য হন। এছাড়া বাড়ি থেকে গেট দিয়ে তাদের বের হতেও কষ্ট করতে হচ্ছে। এবং কাহারও নিকট এই বাড়ী ভাড়া দিতে গেলে কেহ নেয় না। এ ঘটনায় বাড়ীর মালিক আসাদুজ্জামান বিশ্বাস পান্না তার বাড়ীর সমস্যা নিরসনের জন্য মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *