বাবুল আহমেদ,মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুর রহমান শহিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোররাতে সিংগাইর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আজিমপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সন্তান। জীবদ্দশায় স্ত্রী, তিন সন্তান, মা-বাবা, ভাইবোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শহিদুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এছাড়া, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সংঘটিত নাশকতা ও হত্যা মামলায় তিনি কারাবন্দি হন। দুই সপ্তাহ আগে তিনি জামিনে মুক্তি পান। তবে হঠাৎ বৃহস্পতিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বাদ জোহর আজিমপুর কেন্দ্রীয় কবরস্থান মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার।
