ePaper

সোনাইমুড়ীতে এপেক্স ক্লব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের উদ্যোগে ইফতার বিতরন

মাকসুদ আলম, (নোয়াখালী) সোনাইমুড়ী

নোয়াখালী ৮ এর এ এপেক্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ডা. শরিফুল ইসলামের অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবার ও হতদরিদ্র সহ সমাজের ২৫০ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সমগ্রী বিতরণ করেন, ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সোনাইমুড়ী দলিল লেখক সমিতির সভাপতি মাকসুদ আলম, আরো বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের চৌমুহনী ইউনিটের কর্মকর্তা বিন্দৃ, আরো উপস্থিত ছিলেন চৌমুহনী এপেক্স কেয়ার হসপিটালের কর্মকর্তা গন, এপেক্স সদস্য মামুন, জাকির, বোরহান, আব্বাস, মোস্তফা সহ আনন্দীপুর/ জুনুদপুরের ০৭ নং ওয়ার্ড মেম্বার মাকসুদুর রহমান, ডা. শরিফুল ইসলাম মানবতার ফেরিওয়ালা খ্যাত মাইক্রো ওরাল ডেন্টাল কেয়ার ও এসেক্স কেয়ার হসপিটালের সত্যাধিকারী, তার মাধ্যমে সোনাইমুড়ী ও চৌমুহনী এলাকার হাজার হাজার অসহায় মানুষ প্রতিনিয়ত চিকিৎসা সেবা আর্থিক সহায়তা পেয়ে থাকেন, তার সহযোগিতায় এলাকার মসজিদ মাদ্রাসা  ঈদগায়ে আর্থিক সহযোগিতা করে পরিচালনা করেন, মসজিদে মাসব্যাপি ইফতারের আয়োজন করেন, এতে এলাকার মানুষ তার প্রতি মুগ্ধ, তার বাবা নুরুল ইসলাম ইঞ্জিনিয়ার নূরানী মাদ্রাসা ও পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসচেন, তারা দুই জন ভাই / বোন ডাক্তারি পেশায় নিয়োজিত থাকার কারনে এলাকাবাসী সকল বিষয়ে উপকার ভোগ করে আসছেন, এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সব সময় এলাকার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেন, সে ধারাবাহিকতায় আজকের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণে এলাকার মুরুব্বীদের পাশে নিয়ে বিতরণ কার্য পরিচালনা করেন, মুড়ি, চিড়া, টেংক, চিনি, খেজুর, পেয়াজ, তৈল, চোলাবুট ছিল বিতরনকৃত দ্রব্য, উপস্থিত উপকার ভুগিরা দোয়াকরেন, অনুপস্থিত ব্যক্তিদের বাড়ীতে অটোরিকশা যোগে ইফতার সামগ্রী পৌছান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *