ePaper

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ সম্প্রচারকারী ইউটিউব চ্যানেল হ্যাক, বাংলাদেশের ম্যাচ দেখা নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক

ভুটানে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের আসর। সাফের সহযোগী প্রতিষ্ঠান স্পোর্টওয়ার্কজ তাদের ইউটিউব চ্যানেলে এতদিন টুর্নামেন্টটির ম্যাচ সম্প্রচার করে আসছে। আজ (বুধবার) এক বার্তায় সেই চ্যানেল হ্যাক হওয়ার কথা জানিয়েছে সাফ। ফলে আজকের দুটি ম্যাচসহ মেয়েদের এই প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এক বিবৃতিতে দক্ষিণ এশীয় ফুটবলের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্ট্রিমিং পার্টনার স্পোর্টওয়ার্কজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছে এবং বর্তমানে অচল রয়েছে চ্যানেলটি। দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটেছে একেবারে গুরুত্বপূর্ণ সময়ে, যখন ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ চলছে। যখন দক্ষিণ এশিয়ান ফুটবলভক্তরা অধীর আগ্রহে ম্যাচগুলো অনুসরণ করছেন।

দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে সাফ কর্তৃপক্ষ বলছে, ‘সাফ ও স্পোর্টওয়ার্কজ জরুরি ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টা করছে এবং যত দ্রুত সম্ভব লাইভ ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হবে। আমরা জানি ম্যাচ সম্প্রচার আমাদের ফুটবলগোষ্ঠীর জন্য কতটা গুরুত্বপূর্ণ, তাই আপনাদের ধৈর্য ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। সবাই এই খবরটি ছড়িয়ে দিন এবং আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আসুন আমরা সবাই একসঙ্গে সুন্দর এই খেলাটির পাশে দাঁড়াই এবং আমাদের খেলোয়াড়রা যেন প্রাপ্য গুরুত্ব পান তা নিশ্চিত করি।’

সাফ অ-১৭ টুর্নামেন্টটি ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। বাংলাদেশ ইতোমধ্যে ভুটান ও নেপালকে হারালেও, ভারতের বিপক্ষে পরাজিত হয়েছে। আবারও এই তিন দলের বিপক্ষে লড়বে অর্পিতা বিশ্বাস নেতৃত্বাধীন বাংলাদেশ। ৬ ম্যাচ শেষে পয়েন্টে টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়ন শিরোপা পাবে। আজ বিকেল ৩টায় চাংলিমিথাং স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে সন্ধ্যা ৬টায় লড়বে ভারত ও ভুটান। যদিও খেলা সরাসরি সম্প্রচার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *