ePaper

শ্রীমঙ্গলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্যবসায়ীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মো.আফজল হোসেইন, শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোড ব্যবসায়ীদের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা ও ৫ আগষ্ট ছাত্র আন্দোলনে শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সোমবার রাত ৯ ঘটিকায় ভানুগাছ রোড ব্যবসায়ী সংগঠন কর্তৃক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  আব্দুর রহমান পাঠান এর সভাপতিত্বে ও লুৎফুর রহমান লিটন এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  মহসিন মিয়া মধু। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহসিন মিয়া বলেন, স্বাধীনতা যুদ্ধে বিজয় যেকোনো মুক্তি পাগল মানুষের জন্য অমূল্য সম্পদ। আমাদের জাতীয় চেতনায় বিজয় দিবস অফুরন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে। পতিত স্বৈরশাসক হাসিনা ও তার সহযোগীরা দেশের বড় অঙ্কের অর্থ লুঠ করে দেশ ছেড়ে পালিয়েছে। এতে দেশের ব্যাংকগুলোতে দেখা দিয়েছে চরম অর্থের সংকট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগ ও সবিশেষ ভূমিকা পালনের মাধ্যমে এ দেশ স্বৈরশাসক মুক্তহয়। ৫ই আগস্ট সারা দেশে বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট হলেও আমাদের এই শহর ছিল ভিন্ন। কারণ আমি বেচে থাকতে এই শহরের ক্ষয় ক্ষতি হতে দিতে পারিনা। আমি তখন অশান্ত ও বিশৃঙ্খল পরিবেশকে নিবৃত্ত করতে সক্ষম হই। কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যাতে হামলা না হয় সেই পরিবেশ তৈরি করি। এছাড়াও পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা অব্যাহত রেখেছে। তাই আমরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্বের অক্ষুণ্নতা ধরে রাখতে সদা প্রস্তুত থাকতে হবে। দেশে যতদ্রুত সম্ভব নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। তবে বর্তমান অর্ন্তবর্তী সরকারের প্রধান ড.ইউনুস আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার ঘোষণাকে স্বাগত জানান। মতবিনিময় সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএডিসির উপ-পরিচালক ড.মুহাম্মদ সাইদুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মিল্লাদ হোসেন, লেমন গার্ডেন এর স্বত্বাধিকারী মো. সেলিম মিয়া, বিএনপি নেতা  ছফেদ মিয়া, ১নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর মো.আলকাছ মিয়া, রহমান ফার্নিচারের স্বত্বাধিকারী  মো.রহমান পাঠান, বিশিষ্ট ব্যবসায়ী বাপ্পি মজুমদার, হাতিম ফার্নিচারের স্বত্বাধিকারী মো.লোকমান হোসেন, বিএনপি নেতা সাহেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী মো.শাহেদ আহমেদ, প্রাচীন টি হাউসের স্বত্বাধিকারী আতিক হোসেন, শাপলা ফার্নিচারের স্বত্বাধিকারী মো রুবেল হোসেন, অন্যন্যা এন্ড অনিকা ফার্নিচারের স্বত্বাধিকারী মো. জালাল মির্জা. কুমিল্লা পেড়া ভান্ডারে স্বত্বাধিকারী মো. বাদল আহমেদ রাজু, যুবদল নেতা লুৎফর রহমান লিটন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ এবং ভানুগাছ রোডের সাধারণ ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *