মো. আফজল হোসেইন (শ্রীমঙ্গল প্রতিনিধি)
শ্রীমঙ্গলের প্রাণকেন্দ্রে অবস্থিত পরিত্যক্ত শিশু উদ্যান এবং দীর্ঘদিন ধরে বেদখল হয়ে থাকা পাবলিক লাইব্রেরি পুনরুদ্ধারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় নাগরিক সমাজ। “শ্রীমঙ্গল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সচেতন নাগরিক সমাজ এর যৌথ উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি, রবিবার সকাল সাড়ে ১১ টায় পরিত্যক্ত শিশু উদ্যানের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গলের মতো একটি পর্যটন শহরে শিশুদের জন্য একটি খেলার মাঠ এবং জ্ঞানচর্চার জন্য একটি পাবলিক লাইব্রেরি অত্যন্ত জরুরি। দুঃখের বিষয়, দীর্ঘকাল ধরে এই দুটি স্থান অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
বক্তারা আরও বলেন, পাবলিক লাইব্রেরিটি দখল হয়ে যাওয়ায় তরুণ প্রজন্ম জ্ঞানচর্চা থেকে বঞ্চিত হচ্ছে এবং বিপথগামী হওয়ার আশঙ্কা বাড়ছে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি উপযুক্ত খেলার মাঠের অভাব তাদের স্বাভাবিক বেড়ে ওঠাকে বাধাগ্রস্ত করছে মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অবিলম্বে এই দুটি স্থান দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানান। তারা বলেন, শ্রীমঙ্গলের ঐতিহ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে এই দুটি স্থানের পুনরুদ্ধার অত্যন্ত জরুরি। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক কাওসার ইকবাল, ৭১ টিভির জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফুয়াদ ইসলাম, বিএনপি নেতা তুহিন চৌধুরী, জাবেদ ভূইয়া, শ্রীমঙ্গল থিয়েটারের তামিম আহমেদ, মোজাহিদুল ইসলাম ও দেলোয়ার হোসেন (বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, শ্রীমঙ্গল), বিকাশ দাশ, দীপ দত্ত, ফারজানা নাজরিন নিশি এবং বিভিন্ন স্কুল-কলেজ থেকে আগত ছাত্র-ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধন থেকে স্থানীয় প্রশাসনের কাছে এই দুটি স্থান দ্রুত পুনরুদ্ধার করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার আহ্বান জানানো হয়। অন্যথায়, আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।