আব্দুল কাদের (গাজীপুর) শ্রীপুর
গাজীপুরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধের জের ও নিজ জমিতে ঘর নির্মান কাজে বাধাঁ দিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় চার জন আহত হয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাঁঠালী গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলো কাঁঠালী গ্রামের আবু তাহেরের স্ত্রী মোছাঃ মিনারা ও তার মেয়ে খোরশেদা সহ দুজন। গুরুত্বর আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ব্যাপারে গত ৯ জুলাই মোছা. মিনারা বাদী হয়ে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলো কাঁঠালী গ্রামে মৃত কেরামত আলী ফকিরের ছেলে আঃ হেকিম,খাইরুল ইসলাম,আ. কাদির। মিনারা খাতুন অভিযোগ করে বলেন, তার স্বামীর পৈত্রিক সূত্রে পাওয়া জমি তার ভাইয়েরা জোরপূর্বক দখল করে জমিতে ঘর নির্মান কাজ করছে। নির্মান কাজে বাঁধা দিতে গেলে তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এসময় তাদের হামলায় ৪ জন আহত হয়। মিনারা খাতুনের মেয়ে খোরশেদা জানান, আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলাম আমাদের জমি আমার চাচারা জোড়পূর্বক দখল করে বাড়ি নির্মান করছে। অথচ তাদের জমি তারা আগেই বুঝিয়া নিয়ে। গত কাল তারা আমার আমাকে, আমাকে ও আমার বোন কে পিটিয়ে গুরুত্বর আহত করেছে।আমরা তাদের বিচার দাবী করছি। এব্যাপারে অভিযুক্ত খাইরুলের সাথে মুঠোফোন যোগাযোগ করিলে তিনি ফোন রিসিভ করেননি। তার বক্তব্য পাওয়া যাইনি। শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, মারামারির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম।বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।