ePaper

শীতের শুরুতে পর্যটকদের আগমনে মুখরিত রাঙ্গামাটি

নিজস্ব প্রতিবেদক

শীতের মৌসুমে প্রকৃতি ও পর্যটক যেন একে অপরের পরিপূরক হয়ে ওঠে। শীতের শান্ত, স্নিগ্ধ ও মনোরম আবহাওয়া পর্যটকদের ভ্রমণের জন্য আদর্শ। তাই এ মৌসুমে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে দেশের পার্বত্য অঞ্চল গুলো এসময় পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্র হয়ে উঠে। শীত মৌসুমের শুরুতে অনিন্দ্য সুন্দর লেক-পাহাড়ের জেলা পার্বত্য রাঙ্গামাটিতে ভ্রমণপিপাসুদের ঢল নেমেছে। মৃদু শীতল আবহাওয়া এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আগমন শুরু হয়েছে। প্রত্যাশিত পর্যটকদের আগমনে সবুজ পাহাড় যেন আরও সজীব হয়ে উঠেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, ‘সিম্বল অব রাঙ্গামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুর গোটা এলাকা পর্যটকদের পদচারণায় মুখরিত। কেউ এসেছন পরিবারের সাথে, কেউবা এসেছেন বন্ধুদের সাথে। অনেকে মুটোফোনে ছবি তুলতে ব্যস্ত, কেউবা প্রকৃতি উপভোগ করছেন আপন মনে। অনেকে আবার ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে স্বচ্ছ লেকের পানিতে ঘুড়ে বেড়াচ্ছেন। কেবল ঝুলন্ত সেতুই নয়, পলওয়েল পার্ক, সুবলং ঝর্ণা, ডিসি বাংলো পার্ক, চাকমা রাজবাড়ি, আরণ্যক এবং কাপ্তাই লেক কেন্দ্রিক ব্যক্তি উদ্যোগে গড়ে উঠা বিভিন্ন রির্সোট ও পর্যটন কেন্দ্রগুলোতে প্রতিদিনই পর্যটকদের ভিড় বাড়ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে রীতিমত পর্যটকের মেলা বসে এসব স্থানে। প্রশাসনে কতৃক পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পর্যটকদের এমন ঢলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। রাঙ্গামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে এখনো পর্যন্ত আশানুরূপ পর্যটকের আগমন হয়েছে। বর্তমানে যেভাবে পর্যটক আসছেন তা অব্যাহত থাকলে এ বছর পর্যটন খাত থেকে ভালো রাজস্ব আয় হবে। রাঙ্গামাটি সদরের পাশাপাশি কাপ্তাই উপজেলা এবং সাজেক ভ্যালিও এখন পর্যটকদের ভারে মুখরিত। কাপ্তাইয়ের লেকভিউ পিকনিক স্পট, লেকশোর পর্যটন কেন্দ্র, প্রশান্তি পার্ক, জুম রেস্তোরাসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় সরব হয়ে উঠেছে। কাপ্তাই প্রশান্তি পার্কের ম্যানেজার মো. গণি বলেন, শীতের শুরু থেকে স্পটগুলোতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। শীতের কাপ্তাই পর্যটকদের জন্য সবসময়েই আকর্ষণীয়। বছর জুড়ে নানা প্রতিবন্ধকতা ও বিধিনিষেধ কাটিয়ে মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালি এখন পর্যটকে সরগরম হয়ে উঠেছে। পর্যটদের ভিড় বাড়ায় চাপ বেড়েছে রিসোর্ট-কটেজ গুলোতে। সে সঙ্গে বাড়ছে আগাম কক্ষ বুকিং। ডিসেম্বর মাসের শুরু থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সাজেকের সব রিসোর্ট-কটেজে শতভাগ বুকিং ছিলো বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, ডিসেম্বর মাসজুড়ে কক্ষ বুকিং এর চাপ রয়েছে। সাজেকে মোট ১৩৫টি রিসোর্ট-কটেজ রয়েছে। বিজয় দিবসের ছুটিতে সব রিসোর্ট-কটেজের শতভাগ কক্ষ বুকিং ছিলো। এ ধারাবাহিকতা চলমান থাকলে আমরা আমাদের ব্যবসায়িক মন্দা কটিয়ে উঠতে পারবো। প্রসঙ্গত, গত ১৯ ও ২০ সেপ্টেম্বর যথাক্রমে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে সাজেক এবং ৮ অক্টোবর থেকে তিন পর্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন। পরে পরি¯ি’তি স্বাভাবিক থাকায় ১ নভেম্বর থেকে রাঙ্গামাটি পর্যটদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *