ePaper

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ওহাব  মোল্যার দাফন সম্পন্ন

Exif_JPEG_420

 মোঃ সহিদুল ইসলাম , মধুখালী  প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার  কামারখালী  ইউনিয়নের কামারখালী মছলন্দপুর(গার্লস স্কুল পাড়া ) গ্রামের বীর মুক্তিযোদ্ধা  মতিয়ার রহমান ওহাব মোল্যা (৭৫) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।  শুক্রবার (২রা জানুয়ারী -২০২৬ ) বিকালে  আসর নামাজ বাদ  কামারখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ  প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুর রহমান  রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।  এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে আসর  নামাজ বাদ কামারখালী বাজার কেন্দ্রীয়  জামে মসজিদে জানাযা শেষে  কামারখালী মছলন্দপুর কেন্দ্রীয়  কবরস্থানে তাকে দাফন করা হয়।  গার্ড অব অনার অনুষ্ঠানে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুর রহমান , ফরিদপুর  জেলা পুলিশের এস.আই.মাসুদ, মশিয়ার রহমান, এ এস.আই  মিজান, নুরুল ইসলাম  সহ পুলিশ ফোর্স, মধুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন, বীরমক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস হোসেন মোল্যা, বীরমুক্তিযোদ্ধা  মোঃ শাহাজ্াহান মোল্যা, কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত (বর্তমান) কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ  আবু বক্কার মোল্যা, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, আড়পাড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦  মোঃ আঃ ছালাম মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦  মোঃ নজরুল ইসলাম মৃধা সহ আরো মুক্তিযোদ্ধাগন এবং মুসল্লিগন প্রমুখ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ওহাব মোল্যা ফরিদপুর সাউদান (প্রাঃ ) হাসপাতালে  বার্ধক্যে ও চিকিৎসা  জনিত কারনে শুক্রবার  ভোর ৫.৩০ মিনিটের সময়  মৃতে্যুবরণ করেন। পারিবারিক সূত্রে জানা যায় তার বয়স হয়েছিল প্রায় ৭৫বছর । মরহুম মতিয়ার রহমান ওহাব মোল্যা  স্ত্রী, দুই ছেলে, ১  মেয়ে  সহ নাতী-নাতনী বেটার বউ এবং  অসংখ্য গুণ???াহী  রয়েছেন। তার আত্নার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *