মধুখালী প্রতিনিধি
রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা মহাসীন আলী বিশ্বাস বাচ্চু এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার যোহর নামাজ বাদ দুপুরে ডুমাইন কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমবায় সমিতির খেলার মাঠে তার নামাযের জানাজা অনুষ্ঠিত হয়। তার নামাজের জানাযা পড়ান ডুমাইন কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি নজরুল ইসলাম। বীরমুক্তিযোদ্ধা মহাসীন আলী বিশ্বাস বাচ্চু এর নামাজে জানাযা ও দাফনের আগে ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, মধুখালী থানা অফিসার ইনচার্জ এস.এম. নুরুজ্জামান, মধুখালী উপজেলা সমাজসেবা অফিসার কল্লোল সাহা, মধুখালী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খুরশিদ আলম ভূইয়া, কামারখালী ইউনিয়নের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ্বাস, জেলা পুলিশের এস, আই রকিত, এ.এস.আই আঃ খালেক সহ পুলিশ ফোর্স মুক্তিযোদ্ধাগন এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (২০এপ্রিল) সন্ধ্যা প্রায় ৬.৩০ মিনিটের সময় বার্ধকো জনিত কারনে নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি ১৯৭১ইং সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ডুমাইন ইউনিয়নের যুদ্ধকালীন কমান্ডার ছিলেন। তিনি সততার সহিত জীকনের কর্মময় জীবন পার করেছেন এবং তিনি ডুমাইনের মধ্যে অবস্থিত কেন্দ্রীয় শাহী মসজিদ এবং মাদ্রাসা এবং সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। তাছাড়া তিনি পরোপকারী ও সরল সোজা মানুষ ও ডুমাইন ইউনিয়নের একজন অভিভাবক ছিলেন। মৃতে্যুকালে তার বয়স হয়ে ছিলো প্রায় ৮০ বছর। তিনি মৃতে্যুকালীন সময়ে স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অনেক গুনগ্রাহী আত্নীয় স্বজন রেখে গেছেন।