ePaper

রায়পুরায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে শিশু কিশোরদের শিক্ষা সামগ্রী ও উপহার বিতরণ

অজয় সাহা(নরসিংদী) রায়পুরা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রামকৃষ্ণ রণদা সংঘের পক্ষ থেকে শিশু কিশোর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে রায়পুরা পৌর এলাকার বন্ধু সংঘ পূজা মন্ডপে এই উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিশ্বজিৎ কর্মকার, আলকা সাহা, শিখা দাস, চিত্ত গোপ, অঞ্জন রায়, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা ও প্রেসক্লাবের সহ-সভাপতি তন্ময় সাহা প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি একটি সামাজিক সম্প্রীতির উৎসব। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *