রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে হাতপাখার মনোনীত প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসাইন পাটোয়ারীর মার্চ ফর হাতপাখার বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় তিনি গনমিছিল থেকে সমৃদ্ধ রামগঞ্জ গড়ার প্রত্যয় ঘোষণা করেন। আলোচনা সভার পূর্বে জাকির হোসেন পাটোয়ারীর নেতৃত্বে বিশাল মিছিল রামগঞ্জ পৌরসভা গেইটের সামনে থেকে শুরু করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাইপাস সড়কে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাতপাখার এমপি প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসাইন পাটোয়ারী। তিনি বলেন, রামগঞ্জে আজ ইতিহাস গড়া হাতপাখার ছায়াতলে গণমিছিল প্রমান করে রামগঞ্জের ন্যায় সারাদেশে হাতপাখার গণজোয়ার উঠেছে। বাংলাদেশে ইসলামের বিকল্প কোন দলকে জনগণ ক্ষমতায় দেখতে চায়না। আল্লাহ কামিয়াব করলে জনপ্রতিনিধি হলে জনগণের জানমাল রক্ষা করবো। চাঁদাবাজ, সন্ত্রাস, ও জমি দখলবাজদের থেকে সমাজকে মুক্ত করবো। বিশেষ অতিথি ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মহিউদ্দিন, উপজেলা সহ সভাপতি মাওলানা মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মুফতি শেখ সাইফুল ইসলাম, সেলিম আটিয়া, ইঞ্জিনিয়ার ইয়াছিন পাটওয়ারী, দপ্তর সম্পাদক কাজী আব্দুর রব প্রমুখ ।
