রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে আয়েশা আফরোজা (১৪) ও নুর মোহাম্মদ মাহমুদ (৬৫) নামের এক বৃদ্ধের ফাঁস দেওয়া লাশ পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত সাড়ে ৯টায় রামগঞ্জ পৌর এলাকার রতনপুর গ্রামের মোল্লা বাড়ীর প্রবাসী আবুল হোসেনের কন্যা ও রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। আয়েশা আফরোজা মায়ের সাথে অভিমান করে ঘরের মধ্য ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
অপরদিকে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের সোনাগাজী বাড়ীর একটি বাগান থেকে গলায় ফাঁস লাগানো নুর মোহাম্মদ মাহমুদ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
জানা গেছে, নুর মোহাম্মদ সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নিজ ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। মঙ্গলবার সকালে পাশ্ববর্তী বাড়ীর লোকজন উত্তর হাজীপুর সোনাগাজী বাড়ীর বাগানের একটি গাছে নূর মোহাম্মদের ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখে থানা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, নুর মোহাম্মদ মৃত্যুর প্রকৃত কারন ময়নাতদন্তের পর জানা যাবে। অভিভাবকদের থেকে কোন অভিযোগ না পাওয়ায় স্কুল শিক্ষার্থী আয়েশা আফরোজার লাশ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।