ePaper

মেলানিয়া পুতিনকে ‘পছন্দ’ করেন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প (৫৫) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পছন্দ’ করেন, তবে ইউক্রেনে যুদ্ধ নিয়ে তিনি পুতিনের ওপর হতাশ। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। বুধবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ট্রাম্প বলেন, “মেলানিয়া পুতিনকে পছন্দ করেন। যতবার (পুতিনের সঙ্গে) আমাদের সাক্ষাৎ হয়েছে, পুতিনের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে নিয়েছেন তিনি।” “তবে ইউক্রেনে যুদ্ধ নিয়ে তিনি পুতিনের ওপর হতাশ। সেদিন মেলানিয়া আমাকে বলছিলেন যে রুশ সেনারা দিনের পর দিন বোমাবর্ষণ করে কিয়েভকে ধ্বংস্তূপে পরিণত করছে।”প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর ট্রাম্প বলেছিলেন রাশিয়া-ইউক্রেনের সংঘাত অবসানকে তিনি অগ্রাধিকার দেবেন। সেই অনুযায়ী চেষ্টাও করে যাচ্ছেন ট্রাম্প। ইউক্রেনে অস্ত্র বিক্রি ও সহায়তা স্থগিতের পাশাপাশিগত কয়েক মাসে পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বেশ কয়েক বার বৈঠক করেছেন তিনি। কিন্তু এসব তৎপরতায় যুদ্ধ পরিস্থিতির দৃশ্যত কোনো অগ্রগতি হয়নি। ব্যাপারটি উপলব্ধি করতে পেরে সম্প্রতি অপেক্ষাকৃত কঠোর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ট্রাম্প। ইউক্রেনে অস্ত্র বিক্রি ফের শুরু করার আদেশ দিয়েছেন, পাশাপাশি যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়াকে আল্টিমেটামও দিয়েছেন। প্রথম দিকে এই আল্টিমেটামের মেয়াদ ছিল ৫০ দিন। পরে গত সপ্তাহে সেই মেয়াদ ১০ দিনে নামিয়ে এনেছেন ট্রাম্প। তবে পুতিন বা রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে এখনও এই আল্টিমেটামের কোনো প্রতিক্রিয়া আসেনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মেলানিয়ার জন্ম ১৯৭০ সালে, বিলুপ্ত সমাজতান্ত্রিক রাষ্ট্র যুগোস্লাভিয়ায়। যে অঞ্চলে তিনি জন্মেছিলেন, সেটি বর্তমানে মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার অন্তর্গত। ১৬ বছর বয়সে পেশাদার মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন মেলানিয়া। মডেলিংয়ের ক্যারিয়ার গড়ে তুলতে প্রথমে প্যারিস এবং তারপর ইতালির মিলানে গিয়েছিলেন তিনি। পরে ১৯৯৬ সালে মিলান থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয় ১৯৯৮ সালে। ২০০৫ সালে বিয়ে করেন তারা। এই দম্পতির একমাত্র সন্তানের নাম ব্যারন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *