মাগুরা প্রতিনিধি
মাগুরা মোহাম্মদপুর উপজেলা গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মুহূর্তেই স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আশপাশের এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। তাদের দ্রুত উদ্ধার তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পায়। মহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার, বিল্লাল হোসেন মৃধা জানান , সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মোহাম্মদপুর সদরের আমিনুর রহমান ডিগ্রী কলেজের পাশে গ্রামীণ ব্যাংকে এই অগ্নিকাণ্ডের সূত্র হয়। এতে ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তদন্ত চলছে। গ্রামীণ ব্যাংকের মাগুরার এরিয়া ম্যানেজার মিহির কুমার বিশ্বাস জানান, গ্রামীণ ব্যাংকের মহাম্মদপুর শাখায় গতরাতে কে বা কারা জানালা খুলে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। এতে ব্যাংকের একটি টেবিল এবং টেবিলের উপর রাখা নথিপত্র পুড়ে গেছে । ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যেই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। মহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মো: আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে অগ্নিপাতের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় । স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতেই গ্রামীণ ব্যাংকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এছাড়া ব্যাংকে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো নিরূপণ করা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করা হবে।
