শেখ ইলিয়াস মিথুন, মাগুরা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার নতুন বাজার ও ঢাকা রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গতকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ অভিযানে বীজের দোকান, সার-কীটনাশক ও মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। অভিযানকালে নতুন বাজারের মেসার্স বিপ্লব ট্রেডার্স নামক বীজ ও সারের দোকানে ধান ও সবজির মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বীজ জব্দ করা হয়। এছাড়া সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি, ভাউচার প্রদান না করা এবং অন্যান্য অনিয়মের অভিযোগে দোকানের মালিক বিপ্লব কুমার বালাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঢাকা রোড এলাকায় অভিযান চালানো হলে মেসার্স অজয় বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠানে পূর্বে সতর্ক করার পরও বীজ নিয়ে কৃষকদের সাথে প্রতারণার প্রমাণ মেলে। জানা যায়, আসন্ন পেঁয়াজ মৌসুমকে লক্ষ্য করে বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করে কোন ধরনের টেস্ট রিপোর্ট ছাড়াই ও বীজ অফিসের প্রত্যয়ন ব্যতীত ভুয়া তথ্য দিয়ে বাজারজাত করা হচ্ছিল। এছাড়া ৩২৫০ টাকা দরে বীজ কিনে ৯০০০ টাকা দরে বিক্রি, বীজের প্যাকেটে ভুয়া মেয়াদ ও অসত্য তথ্য প্রদর্শনসহ একাধিক প্রতারণার ঘটনা প্রমাণিত হয়। এ অপরাধে দোকানের মালিক বাবুল সরকারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে মোট দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে অন্যান্য দোকান ও প্রতিষ্ঠানে তদারকির সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। একইসাথে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সে বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. শাহীন ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
