শেখ ইলিয়াস মিথুন , মাগুরা :
মাগুরায় বিচারিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০ টায় মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত ভবন সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।মাগুরা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আব্দুল মতিন এর সভাপতিত্বে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় এর সঞ্চালনায় এ কনফারেন্সে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা সেনা ক্যাম্প কমান্ডার মেজর সাফিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌর সুন্দর বিশ্বাস, এডিএম শাশ্বতী শীল, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শাহেদ হাসান টগর এবং জেলার আইন-শৃংখলা বাহিনীসহ বিচারিক কর্মকান্ডের সাথে সর্ম্পৃক্ত সরকারি কর্মকর্তাগণ। এ কনফারেন্সে পুলিশ ও ম্যাজিস্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগীতা, মামলা দ্রুত নিস্পত্তি, সমন জারী, আদালত চত্ত্বরে সাক্ষীদের নিরাপত্তা, সময়মত মেডিক্যাল সার্টিফিকেট, বিচারক ও ম্যাজিস্ট্রেটগণের সার্বিক নিরাপত্তা, পুলিশ রিমান্ড ও ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা তদারকি সহ নানা বিষয়ে আলোচনা হয়।