মাগুরা প্রতিনিধি: ওসি : গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কতৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা জেলায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভিও : গতকাল সোমবার দুপুর ১২টায় বৃষ্টি উপেক্ষা করে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহারওয়ার্দী কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চৌরঙ্গী মোড় হয়ে ঢাকা রোড, ভায়না মোড় প্রদক্ষিণ করে মিছিলটি একইস্থানে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
