ePaper

মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই নিহত

মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়ার শাবলের আঘাতে বড় ভাই কাজল মিয়ার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত কাজল মিয়া চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সাতপাড়া গ্রামের বাসিন্দা বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। তর্কের এক পর্যায়ে বাদল তার বড় ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পাশ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে এবং তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এদিকে, মূল আসামি গ্রেফতার এবং মামলা প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *