মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলা সদরের প্রধান বাজার’সহ মধুখালী বাজারের সকল ফুটপাতগুলো দখলমুক্ত করলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু রাসেল। শনিবার দুপুরে মধুখালী বাজারের প্রধান সড়ক, থানা রোড, মির্জা সড়ক, কাঁচা বাজার সড়ক, মাছ বাজার সড়ক, পাট বাজার সড়ক, কৃষি ব্যাংক সড়ক এলাকায় অভিযান চালিয়ে রাস্তার উপরের দোকান, মালামাল রাখা জিনিসপত্র রেখে দখল হওয়া ফুটপাত দখলমুক্ত করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, মধুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম নুরুজ্জামান, বাজারের আহবায়ক কমিটির আবুল কাশেম আবুল, আজাহার হোসেন মোল্যা, উপজেলা কৃষক দলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম আরেফিন সহ পৌরসভার প্রতিনিধি উপস্থিত ছিলেন। ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাজার করতে আসা লোকজন। এ প্রসঙ্গে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু রাসেল বলেন, দীর্ঘদিন ধরে ফুটপথ গুলোর উপর দোকান, জিনিসপত্র রেখে চলাচলের অনুপযোগী ছিল। ইতিপূর্বেও মালমালগুলো সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। তাই শনিবার ফুটপাতগুলো দখলমুক্ত করে জনসাধারনের চলাচলের সুযোগ করে দেওয়া হলো।