ePaper

মধুখালীতে হারানো মোবাইল নিয়ে আপোষনামা

মো. সহিদুল ইসলাম,মধুখালী

ফরিদপুরের মধুখালী উপজেলার হারানো মোবাইল নিয়ে মধুখালী থানায় ১ম পক্ষ ও ২য় পক্ষের মধ্যে এক আপোষনামা হয়। জানা যায় ফরিদপুর জেলাধীন মধুখালী থানাধীন গোন্দারদিয়া গ্রামের মো. আক্তার হোসেন মুন্সী পিতাঃ মৃতঃ মুন্সী মোফাজ্জ্বেল হোসেন গ্রাম ঃ গোন্দারদিয়া থানাঃ মধুখালী জেলা ঃ ফরিদপুর এর একটি রেডমি নোট ১০ লাইট মোবাইল সেট যাহার আইএমইএল নং-৮৬৫৩৯৭০৫১২৭৯৬৫৫ মোবাইলটি গত-১৫-১১-২০২১ইং তারিখ আদাবর জাপান গার্ডেন সিটি এলাকা হইতে হারিয়ে যায়। এরপর ১মপক্ষ গত ০৯-০৭-২০২৫ইং তারিখে আদাবর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। যাহার জিডি নং-৪৮৭ তাং ০৯-০৭-২০২০৫ইং। পরবর্তীতে অনেক খোজাঁখুজিঁর পর মধুখালী থানাধীন কামারখালী বাজার এলাকা ২৮-০৮-২০২৫ইং রেবেকা সুলতানা কনা(৪৫) পিতাঃ মৃতঃ আব্দুল ওহাব মোল্যা গ্রামঃ মছলন্দপুর পোঃ কামারখালী থানাঃ মধুখালী জেলা ফরিদপুর এর নিকট মধুখালী থানা পুলিশ প্রশাসন টেকিং এর মাধ্যমে খোঁজ পায়। যাহা মধুখালী থানায় ২য় পক্ষ নিজে হাজিরা দিয়ে মধুখালী থানার মাধ্যমে ১ম পক্ষ মো. আক্তার হোসেন মুন্সী পিতাঃ মৃতঃ মুন্সী মোফাজ্জ্বেল হোসেন গ্রাম ঃ গোন্দারদিয়া থানাঃ মধুখালী জেলা ঃ ফরিদপুর এর হারানো মোবাইলটি বুঝে দেন এবং আরো উল্লেখ থাকে যে, ১মপক্ষের সাথে ২য়পক্ষ কোন প্রকার খারাপ আচারন করিলে বর্তমান আইনের আওতায় ২য়পক্ষের উপর বর্তাবে এই ভাবে লিখিত আকারে দুইপক্ষের মধ্যে সহি স্বাক্ষর হয়ে আপোষ নামা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১মপক্ষ মো. আক্তার হোসেন মুন্সী, ২য় পক্ষ রেবেকা সুলতানা কনা, মফিজুর রহমান সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *